Friday, May 6, 2022

রবীন্দ্রনাথকে খুঁজছি


 রবীন্দ্রনাথকে খুঁজছি 

... ঋষি 


রবীন্দ্রনাথ খুঁজছে শহর 

আমি খুঁজছি রবীন্দ্রনাথকে এই শহরে অন্য কোনো দিনে ,

গীতবাতান ,সঞ্চয়িতা ,কবিতা ,নাটক 

সবই তো হলো 

তবু আজও  রবীন্দ্রনাথকে খুঁজে ফিরতে হয়  

শহরের লুকোনো মানুষের মনে। 

.

অবাক হচ্ছেন 

আজ রবীন্দ্রনাথ আছে ,কাল থাকবে না 

ধুলো ভরা তার ফটোফ্রেমটা খাটের তলায় তুলে রাখতে হবে অনুষ্ঠানের পরে ,

আজ অনুষ্ঠান ভাষণ দিতে প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ বানান ভুল লিখছেন 

কাল আপনার ছেলে আমার ছেলে ভুল লিখবে 

কারণ রবীন্দ্রনাথ পুরনো হতে হতে আজ শুধু উদযাপন হয়ে গেছেন। 

.

কিন্তু এমন করে কি সত্যি আমরা রবীন্দ্রনাথ চেয়েছি ?

আমি তো রবীন্দ্রনাথকে চেয়েছি মানুষের  প্রতি ওঠা পড়ায় 

মানুষের  প্রতি মনে রাখায় 

সে বসন্ত হোক ,শ্রাবন হোক ,শরীর খারাপ হোক ,বিদ্রোহ হোক 

সত্যি কি রবীন্দ্রনাথ ছাড়া আমাদের ভাবা যায় ? 

রবীন্দ্রনাথ মানে শুধু বাঙালি না 

রবীন্দনাথ মানে শুধু জোড়াসাঁকো না 

রবীন্দ্রনাথ মানে শুধু বাইশে শ্রাবন ,পঁচিশে বৈশাখ না

রবীন্দ্রনাথ মানে শুধু ভারতবর্ষ কিংবা বাংলাদেশ না  

আমার মতে রবীন্দ্রনাথ মানে মানুষ। 

রবীন্দ্রনাথ মানে মানুষের চেতনায় বইতে থাকা  ময়ূরাক্ষীর কোপাই    

একটা আলোকময় ভাবনা ,এক সৃষ্টির বৃষ্টি 

যেখানে মানুষের বোধ ,মানুষের আগামী 

চিৎকার করে 

প্রতিবাদ করে 

মানুষের জন্য মানুষকে ঘুম থেকে তোলার।    


No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...