Thursday, May 12, 2022

লহ প্রণাম

 লহ প্রণাম

.... ঋষি  


যে মৃত্যুর মৃত্যুর মৃত্যু ছিল না কোনদিন 

যে জন্মের সৃষ্টিরা শুধু অন্ধকার আকাশে নক্ষত্রের মতো উজ্জ্বল 

আমি সেই সময়ের উদ্দেশ্যে বলছি 

আমি সেই সময়ের গভীরে শুয়ে থাকা অজস্র সৃষ্টির উদ্দেশ্যে বলছি 

"আমরা ঈশ্বর দেখিনি কোনোদিন 

আমাদের হৃদয়ের তুমি চিরকাল ঈশ্বর সৃষ্টিতে আসীন"। 

.

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া 

তোমার চরণে দিব হৃদয় খুলিয়া 

সত্যি বলছি এমন কোনোদিন থাকে না 

এমন কোনো মুহূর্ত থাকে না যেদিন তুমি থাকো না সাথে। 

তোমার ঈশ্বরের কলম ছুঁয়ে ,রঙের হাজারো সৃষ্টি ছুঁয়ে 

তোমার গানের বাণী ছুঁয়ে আমরা চিরকাল তোমাকে স্মরণ করেছি 

আর ইচ্ছে ছুঁয়ে মনে 

"শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু ,হে প্রিয় 

মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও"। 

.

অদ্ভুত মানুষের জীবন 

তোমার কলম ছুঁয়ে আকাশ দেখে অসুস্থ সেই অমল নামের ছেলেটা 

তোমার ভাবনারা আজও প্রেমিকের গভীরে না বলা ভাষা ,

তোমার আলোর দিশায় সময়ের অন্ধকারে মানুষ খোঁজে প্রাণ 

তোমার কলম শয়তানের সমন সময়ের ভগবান। 

তোমাকে ছোঁয়ার স্পর্ধা নয় 

তোমাতে ভক্তের চোখ 

শুধু মাছের দিকে তাকিয়ে অর্জুনের প্রতিজ্ঞা 

মৃত মানুষগুলোর হৃদয় শুধু সৃষ্টির হোক। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...