Friday, November 10, 2023

বেশ ভালো আছি

এইভাবে সময়ের গভীরতায় ঘর বেঁধেছিল হিরণ্যকশিপু মানুষের গভীরে 
মানুষের বুক ছিঁড়ে নখের আঁচড়ে তুলে এনেছিল সময়ের হৃদপিন্ড,কলিজা 
তাই সময় পরিবর্তনশীল ,
অথচ আজ যারা নিজেদের সময়কে পোড়ায় অগনতি অনন্ততায়
অথচ যাদের যৌবন পোড়ে নিতান্ত গেরোস্ত আগুনে  
তাদের সময় বড় অদ্ভুত 
  শুধু অনন্ত কোনো সাময়িকী। 
.
সব চিতা নিভে যায় নিয়মকরে 
শুধু রাবনের চিতা জ্বলে মানুষের বুকে 
খিদে ,ক্লান্তি ,অবসন্নতা ,আশ্রয়হীনতা ,মিথ্যা অহংকার 
কেমন যেন কতগুলো সময়ের পতাকা পতপত করে ওড়ে মানুষের মনে। 
ভালোবাসা মরে গিয়েও মরে না 
বেঁচে থাকে সময়ের যোগফলে ভালোবাসার জ্বলন্ত ফসিল ,
জ্বালায় ,পোড়ায় আবার সময়ের কবিতায় লিখে দেয় 
বেশ ভালো আছি। 
.
এইভাবে নদীর মতো বয়ে চলা মুহূর্তেরা চিৎকার করে 
হিরণ্যকশিপু মানুষের গভীরে একলা মরে 
অথচ বদলে চলে সময় 
আর শুধু সাময়িকী কেন যে মুখভার করে। 
.
বেশ ভালো আছি 
..ঋষি

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...