Tuesday, November 28, 2023

একদিন ঠিক দেখা হবে

একদিন ঠিক দেখা হয়ে যাবে 
সেদিন সারা কলকাতায় সোয়েটার গায়ে মানুষের ঠান্ডা ঘর 
খবরের পাতায় ,বাড়ি ফেরত বাস ,অটো লাইনের তুমুল আলোচনা 
কফির শহরে একান্ত শক্তি বাবুর প্রেমের কবিতা থেমে যাবে ,
ছেলেটা নাকি মেয়েটাকে ভালোবেসে পাগল হয়ে গেছে 
অনেকে হাসবে ,নিন্দুকেরা বলবে ভীষণ বোকা  
কেউ কেউ পাগলটার গায়ে থুথু দিয়ে বলবে 
কি নোংরা  । 
.
ঠিক তখনই
হলুদ ল্যাম্পপোস্টের নিচে শীতার্ত শহরে হেরে যাওয়া মানুষে মাঝে 
তুমি এসে দাঁড়াবে আমার সামনে ,
বুকে পাড় ভাঙবে,মুখের আরে আবোলতাবোল আবার উচ্চারিত তুমি 
ঠিক চিনতে পারবে ,চিনতে পারবে তো ?
.
কেউ  ক্লান্ত আর কেউ বা  ব্যর্থ তার হিসেব মনে থাকবে না
কত গান, কত ঠোঁট, কত হাত পার হয়ে যাবে ততদিনে
কত না-বলা কথা ,কত আফসোস দীর্ঘশ্বাসে তোমার ,
ক্যালেন্ডার আর চোখের কোলে তারিখ ভুল হবে 
সময় হাসবে। হাসবে গোটা কলকাতা।
আর পাগলটা দুহাত দিয়ে তোমার গলাটা জড়িয়ে বলবে 
তুই এসেছিস ,তুই .. ?
.
সেদিন দু'জনেই জিতে যাবে
                  অথবা হেরে। একদিন দেখা তো হবেই..
.
একদিন ঠিক দেখা হবে 
... ঋষি

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...