Monday, November 20, 2023

গুডবাই

হঠাৎ স্তব্ধ হাওয়া 
হঠাৎ একটা অসুখের শহরে আমার মন কেমন 
বিচ্ছিন্নতা শুধু মাত্র মানসিক গোত্রান্তর নয় 
একটা দ্বীপ হারানোর গল্প ,
যেখানে নাবিক অনন্তের খোঁজে দূরবীন হারায় 
হারিয়ে ফেলে আতঙ্ক। 
.
ক্রমশ একটা সিরিয়াল কিলিং তোমার মাতৃতন্ত্রে 
তোমার মাতৃ জঠরে না জন্মানো শিশু ,
আফসোস এটা নয় যে গল্পটা লেখা হলো না 
সময় এটা নয় যে বেশ রসিয়ে পাঁঠার মাংস রান্না হলো 
শুধু দুঃখ এটাই নিমন্ত্রণের ঠিকানায় লেখা ছিল না জীবন 
ছিল মুহূর্তদের হঠাৎ কেটে যাওয়া। 
.
হঠাৎ স্তব্ধতার মাত্রা কোলাহল হীন ,পরিবর্তনহীন এই শহরে 
দরজার ওপাশে আজও একটা ফসিল দাঁড়িয়ে 
আর দরজার এপাশে হাতছানি। 
না কিছু বদলালো না 
আমি তোমাকে চিনি ,শুধু মানুষ বদলাবে 
বদলাবে পাশার দানে আবারও তোমার হাসির লহর 
আমি থাকবো না তো কি 
আবারো কোনো প্রেমিক তোমার সায়নাইটে মৃত্যুবরণ করবে 
উঠে দাঁড়িয়ে তখন অন্য তুমি 
আবারও হয়তো কাউকে বলবে ,গুডবাই। 
.
গুডবাই 
... ঋষি

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...