জিভ রেখেছি আখরোটের কিনারায় উপছে ওঠা জ্যোৎস্নায়
তুমি বুঝতে পারছো চলন্তিকা,
তুমি নিজস্ব ছন্দে ছটফট করে মধ্যরাতে আঁকড়ে ধরছো আকাশ
ধৈর্য আমদের কেমন এক স্কেলিটন বেয়ে আকাশ গিলছে
তুমি গভীরে আর গভীরতায়।
.
ক্রমশ আকাশের নিচে মাটিতে তোমার হাত নিশপিশ করছে
উনুনে চাপানো হাঁড়ি থেকে ফ্যান গড়াচ্ছে
জানি খিদে পাচ্ছে তোমার,
অথচ সময় বড় কম
জানি একটা জীবন এভাবে কাটানো যায় না
তবু স্বপ্নে আমি দেখি
এক রাক্ষসী বুকের উপর উঠে লোহা গরম করছে
হাঁপড় টানছে
সারা রাত জুড়ে এক তৃপ্তি যেন গলন্ত লাভা অনুভবের ছন্দ।
অসংখ্য টানাপোড়েন
নিলজ্জ সভ্যাতার নগ্ন মাটিতে আকাশ মিশে যাচ্ছে
ঘুম পাচ্ছে তবুও, না আসছে না
চলন্তিকা তুমিও কি জেগে?
.
চলন্তিকা তুমিও কি জেগে?
ঋষি
No comments:
Post a Comment