আমার রিংটোনে ইদানীং শহর বাজতে থাকে
মনে হয় এইতো,
আর তোমার কলারটিউনে তখন বাজতে থাকে ফাঁকফোকর
নির্দিষ্ট তাপাঙ্কের বাইরে দাঁড়িয়ে তোমার স্কেলিটনে
তখন বাজতে থাকে ক্রসপাজল।
.
তোমার হাসির দমকে গভীর শহরের যখন সন্ত্রাস থেমে যায়
অবিশ্বাস্য মায়া নগরী তখন আলোর নিয়নে ভাসে,
ক্লোজসার্কিটে জমতে থাকা দু:খগুলো হঠাৎ হেসে ওঠে
বুকের ব্যালনিতে দাঁড়িয়ে অপেক্ষা তখন,
হাতের মুঠোফোন ভেসে ওঠে আনমনে
হঠাৎ কবিতারা প্রেয়সী হয়ে যায়।
.
যারা বলে আমি কবিতা লিখি নি বহুদিন
তাদের কাছে আমার আবেদন
বুকের কাঁচ ভাঙে, শব্দ পায় না খোঁজখবর কিংবা কোনো ছাপাখানা,
অন্ধকার ছোট্ট ঘরে কবিতারা খটখট প্রিন্টিংএর শব্দে তুমি হয়ে ওঠো অন্ধকারে।
প্রতিজন কবি কবিতায় ভালোবাসা খোঁজে
আর প্রেমিকা খোঁজে সারা শহর প্রেমিকের বিঠোফোন।
সারাদিন অজস্র রিংটোন, অজস্র মুঠোফোন কথা বলে
ভালোবাসা না ঘুমিয়ে পাহারায় থাকে মুহুর্তদের
অপেক্ষারা একলা কবিতা লিখে যায় সময়
আমি ভাবি জীবন একটা কবিতা
আর শহরটা ছাপাখানা
খটখট খটখট।
.
ছাপাখানা
.. ঋষি
No comments:
Post a Comment