Friday, November 3, 2023

সোয়েটার

অপরিহার্য বিশ্বাস 
অপরিহার্য আন্তরিক যোগফল একটা জীবন 
অনেক ছবি,অনেক মুহুর্ত, অজস্র ক্লিক
জীবনগুলো বোধহয় সকলের হাসে নিজস্ব পুরনো আলব্যামে, 
তারপর সব বদলাতে থাকে এই শহরে 
সব বদলাতে থাকে মুখোশের শহরে, রোজকার জীবনে,সম্পর্কের ব্যবহারিক রাস্তায়। 
.
ক্লান্ত লাগে
ক্লান্ত লাগে দারুন 
বিশ্বাসের ভীড়ে হারানো চেনা মুখ, অচেনা আয়না
হঠাৎ সুর বদল ঋতুর ভারাক্রান্ত ফটোফ্রেমে
পাশের জায়গাটা খালি চিরকাল। 
আমরা একটা অলীক কল্পনায় জীবন গোছাতে থাকি 
স্বপ্নে বুনতে থাকি জীবনের সোয়েটার 
শীত আসে,শীত যায় 
বেড়িয়ে পরে পুরনো আলমারি,পুরনো সুটকেস, 
খাটের তলায় বাক্স থেকে চাদর,সোয়েটার, মোজা
কিন্তু তেমন আর শীত পরে না কলকাতায় এই শহুরে জীবনে 
শুধু জীবনের সোয়েটারটা বোনা হয় না সকলের
বিশ্বাস হারিয়ে যায়
কিন্তু নি:শ্বাস বড় বেইমান 
তবুও চলতে থাকে। 
.
সোয়েটার
..ঋষি 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...