তোমার বন্ধুরা বোধহয় ঠিক বলেছে
এক্কাদোক্কা চাল
একের পর এক ঘর ,সময় দুর্বল ,
ভালোবাসা পরে থাকে ঘরের বাইরে
কোথাও দমবন্ধ করে।
.
শেষ টুকরোর আস্ফালন
জোর করে আঁকড়ে রাখা শেষ মাটি
সত্যি কিছু থাকে না ,
সময়ের মুহূর্তরা ততক্ষন দামি যতক্ষণ তাসের ঘর
সম্পর্কের সত্যি তাসের ঘর
আর ভালোবাসা শেষ রক্তক্ষরণে তোমার মুখ।
.
আজ আর কবিতায় লিখবো না তোমায়
শুধু বয়ে যাওয়া মাইলফলকে চোখের নদীতে ঘুম পাড়ানি গান
আর কোনো কবিতা লেখা হবে না ভালোবাসা
শুধু অনেকটা যন্ত্রনা নিয়ে এইবার ফিরে আসতে হবে
সময়ের পরে ,সময়ের আগে ,সময়ের ঘরে
আমরা যে সকলেই বাধ্য
জোর করে কিছু কি কখনো ধরে রাখা যায়
তাকেও কি বোঝানো যায়
ভালোবাসি শুধু পুরুষের নয় ,শুধু নারীর নয়
সত্যি মানুষেরও হয়।
.
দমবন্ধ
.... ঋষি
No comments:
Post a Comment