Thursday, November 30, 2023

মহাজাগতিক

ইদানীং মনে হয় খুব তাড়াতাড়ি জীবন কেটে গেলো 
বোঝার আগেই হাতের মুঠোর বালিটুকু পড়ে গেলো 
প্রথমটা বেশ স্বপ্নের অঞ্জলি, প্রত্যাশা,কিছু আশা
আর তারপর শূন্য, তারপর আবার। 
বড্ড তাড়াহুড়ো, বড্ড তাড়াতাড়ি 
ভাইগ্রা  খাওয়া মানে একটা সসম্পুর্ণ সঙ্গম 
ভালোবাসা মানেই একে অপরের বিশ্বাস, অঙ্গীকার
আর সংসার মানেই শান্তি। 
.
একটা কম্পলিট সিলেবাসের বাইরে থাকা প্রশ্ন সময় 
তারথেকেও একটা ক্রিটিকাল উত্তর জীবন
মাঝখানে ঝোলানো দিন, প্রতিদিন আবার দিন।
উল্লেখ্য ভালোবাসা ঠোঁটে লেগে থাকে প্রতি মুহুর্ত 
জন্মদাগ ভেবে গোপনে লুকোতে চাই 
অবাক হয় গড়িয়ে পড়ে চোখের জল, 
দোষের নয় মোটেও, জলের গড়িয়ে নামাটাই প্রশ্রয়
শুধু নাকে লেগে যায় সোঁদা গন্ধ। 
এখন আর ভয় করে না, 
বারবার, বারংবার ঠকে যাবার পরে ভাবতে ইছে হয়
কষ্টগুলো বেশ মিষ্টি, ভীষন জড়াতে ইচ্ছে করে তোমায়
এই মহাজাগতিক শূন্যতায়
অথচ এক হৃদয় বারংবার ভাঙা বা জোড়া যায় না
একলা থাকতে হয় 
অপেক্ষায়,,,,,,,,,,,৷ 
.
মহাজাগতিক 
.. ঋষি


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...