Saturday, February 10, 2024

কালো গোলাপ

কালো গোলাপ 
... ঋষি 
.
যে ফুলটা ফোটাবার কথা ছিল 
এক ঝটকায় শুকিয়ে আজ পরে আছে সেই পুরোনো ডাস্টবিনে 
যেখানে থেকে আমি কোহিনুর কুড়িয়েছিলাম ,
বাবার কাছে শোনা সেই গল্পের নায়িকা নাকি মৃত্যু খুঁজেছিল 
খুঁজেছিল নাকি  একটা যাপন অনবদ্য বাগানে। 
কিন্তু সত্যি কি এই শহরে কোনো ভালোবাসার বাগান আছে ?
যেখানে ফুল ফোটে নিয়ম করে ,ফোটে প্রতিশ্রুতি ,
নাকি সবটাই সুবিধাজন কোনো প্লাস্টিকের ফুল  । 
.
আজ জানতে ইচ্ছে করে চলন্তিকা তুমি কি চেয়েছিলে 
ভালোবেসে মুক্তি ,নাকি একটা গুপ্তহত্যা 
ইদানিং  একটা হাসিমুখ সর্বদা  বুকের মাঝে আগুনের মতো পোড়ে ,
আজ শুধু জানতে ইচ্ছে করে প্রতিশ্রুতি শুধু কি একটা কালো গোলাপ 
যা শুধু ভালোবাসার কবরে মুহূর্ত হয়ে ফোটে ?
বেশ তবে তাই হবে চলন্তিকা ...
আমার সমস্ত  আশা আকাঙ্খা ভালবাসা রক্ত হাড় 
মুহূর্তের সংলাপে পুড়ে মাটিতে মিশে যাক 
সেই মাটিতে তুমি  গোলাপের চারা বসিয়ে দিও,
দেখো কোনো একদিন ঠিক ফুল ফুটবে সেখানে 
সকলে বুঝবে কালো গোলাপ 
একমাত্র তুমি ঠিকই বুঝবে সেই বোকা লোকটা আজও কাঁদছে 
বলছে চলন্তিকা একটা তো অধিকার দরকার।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...