Thursday, February 8, 2024

কি নাম রাখি

কি নাম রাখি 
... ঋষি 

তোমার কি নাম রাখি ?
যন্ত্রনা ,অনুভব কিংবা  মৃত্যু ,
প্রস্তাবিত ভালোবাসার বসন্তে উড়তে থাকা শুকনো পাতা 
কি নাম দেবো তোমার এই শহরে  ? চলন্তিকা। 
.
দীর্ঘশ্বাসের সাথে  সহাবস্থান রাখতেই
ভেঙ্গে পড়লাম  কান্নায়
কান্নার নাম- কি রাখবো, কি রাখবো তোমার নাম 
ভাবতে ভাবতে গড়িয়ে এলো মুহূর্ত 
চুম্বনের কল্পনায় ,ক্রমাগত,ক্রমশ মনের গভীরে 
কি নাম দেব তোমার।  কি নাম  ? চলন্তিকা। 
.
অভিধানে পরে থাকা সামাজিক উপলব্ধি ,ভাঙা ঐকতান 
ভুলতে পারি না কিছুতেই তোমাকে  ,
ইদানিং মনকষাকষি ,একের পর এক পাঁচিল ভাঙা ভিড় 
কি নাম রাখবো সেই সব পাঁচিলের , অভিমানের ? চলন্তিকা। 
পাশ ফিরে শোয়ার নাম সহাবস্থান হতেই পারতো
ক্রমাগত ,ক্রমশ দূরে সরতে থাকা হাত 
দীর্ঘশ্বাসের ক্লোনে তৈরী হওয়া তোমার মুখ 
এ কোন অবসন্নতা ,এ কোন তদারকি ,এ কোন ভুল বোঝাবুঝি 
কোনো অবকাশে ভেঙে পরা ভালোবাসার বাড়িটার 
কি নাম রাখবো ? চলন্তিকা। 
আমি আছি ,তুমি আছো ,আছে তো আমাদের একটা বাড়ি 
অপেক্ষা ,অনুর্বর আগামীতে স্বপ্নের ঘাসফুল 
কেন বোঝো না ,তুমি। কেন ,চলন্তিকা তোমার নাম ।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...