Wednesday, February 14, 2024

it's a wonderful life

তোমরা কি চেয়েছিলে সকলে ,তোমরা কি চাইছো  
একটা জীবন ,ভালো চাকরী ,সুন্দরী বৌ ,একটা দুটো ছানাপোনা 
তারপর একটা নির্ঝঞ্ঝাট জীবনের ওপারে পেনশন 
সকলের ছেলে ,মেয়ে বিদেশে চাকুরীরত ,
ইটস আ ওয়ান্ডারফুল লাইফ 
সত্যি  কিনা , অসাধারণ একটা জীবন পুরো সিনেমা। 
.
কান পাতলেই শুনতে পারছি 
পাশের বাড়িরই মিরা বৌদি কাজের ঝিকে বলছে দেখ দাদা বিবাহবার্ষিকীতে এই হারটা এনেছে 
কিন্তু বলতে পারছে কি গত দুরাত্রে দাদা বাড়ি ফেরে নি ,
অনন্ত দার  মাছ কিনতে গিয়ে ইলিশমাছ দেখে চোখ চকচক করলেও 
মাছওয়ালাকে বলছে আমাদের বাড়িতে ইলিশ মাছ কেউ খায় না ,
চিরঞ্জিত দাদু চায়ের দোকানে বলছে আমার ছেলেটা ব্রিলিয়ান্ট বিদেশে থাকে 
কিন্তু বলতে পারছে কি শেষ দুমাস ছেলে একটাকাও বৃদ্ধ বাবাকে পাঠায় নি। 
.
এতো ভালো ,এতো আলো সবকিছু  
তবুও  অন্ধকারটা ,আর অন্ধকারগুলো কে নেবে ,কে দেবে 
খুব সত্যি করে বললে ইদানিং মানুষের সম্পর্কগুলো সব প্রয়োজন 
একটা বোঝাপড়া। 
প্রয়োজন বাঁচা ,তাই মানুষ বাঁচে 
অনুভূতিগুলো আগুনে পুড়িয়ে লাল গলন্ত লোহা 
যেমন প্রয়োজন ,তেমন আয়োজন ,তেমন আকৃতি। 
এই শহর জানে প্রতিদিন অনুভূতি আর মিথ্যে বাসর সাজিয়ে 
স্বপ্ন দেখতে 
তাই তো খুব সহজে কুশল বিনিময়ে মিরা বৌদি ,অনন্ত দা ,চিরঞ্জিত দাদু আরো অনেকেই এই শহরে  বলে ভালো আছি 
অথচ সারা শহরের মানুষ আজ হাসতে ভুলে গেছে। 
তবুও দিনের শেষে কেউ বিবাহিত বিছানায় ,কেউ নেশার গ্লাসে 
কেউ রান্নাঘরে ভাতের হাঁড়িতে,কেউবা অন্ধকার শহরের একলা রাস্তায়
কেউ মৃত স্বামীর ছবির পাশে ,কেউ ফোনের ওপারে ,কেউ সন্তান আঁকড়ে  
নিজেকে খুঁজছে 
সকলেই বলতে চাইছে সত্যি করে মিথ্যেটা 
ইটস আ ওয়ান্ডারফুল লাইফ
কিন্তু সত্যিটা হলো আমরা সকলে বোতল বন্দি সেই দৈত্য । 
.
ইটস আ ওয়ান্ডারফুল লাইফ 
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...