শব্দের পাশে বসে শব্দরা অপেক্ষা করে অন্য সকালের
অক্ষরে দাগে লেগে থাকে সংগৃহিত যাপন
প্রতিবারেই কালপুরুষের পাশে যেমন নিজেকে কল্পনা করে মানুষ
ঠিক তেমন এই শহরের কল্পনায় থেকে যায় স্বপ্নচিত কথন।
ডুবে থাকা জীবন, রাতভোর ডুবে থাকার জন্য যথেষ্ট নয়
প্রেমিকের হাত দুটি কাটা পড়ে সুশীল নাগরিকত্বের দায়ে
সময়ে লেগে থাকে দাগ
চাল ,ডাল ,খিদে অনন্ত কোনো রাহুগ্রাসে ।
.
আকাশ নক্ষত্র জন্ম দেয়
অন্ধকার ছোট ছোট নীড়ে আমাদের রাতগুলো অনন্ত
টুপটাপ নক্ষত্রের মতো ঝরে পরে জীবনের অজস্র সুর
পাথেয় জীবন,তবুও মাথার ভিতর বিকারগ্রস্থ দিন ,
এই শহরে প্রতিদিন ছায়ারা হাতে হাত রাখে হাজারো কর্মব্যস্ততায়
মানুষের মতো তাদেরও বাঁচার প্রতীক্ষাতে মানুষের দৌড়।
মানুষ ঘুমের ভিতরে বাঘে -হরিণে একসাথে ঘাস খায়
সম্পর্কের আঁচল ভরে ওঠে খিদের তারতম্যে
আমরা শুধু হাঁটতে শিখেছি সম্পর্কের মাঝে
আঁকতে চাইছি নক্ষত্রের ঘর ,
যেখানে বাঘ আর বুনো মহিষের পরিভাষা আলাদা হয়
তবুও ঘুম ভেঙে গেলে—উঠে দেখি,
মৃত নক্ষত্রের মাটিতে আমাদের বিছানা ভরে গেছে।
.
পাথেয়
... ঋষি
No comments:
Post a Comment