কিছুতেই যারা পালাতে পারে না, আসল তারাই হেরো
তারাই মিডিয়ায় গোটা ৯৭ প্রানপণ ট্যাগের পরও
জিততে চায়,,, কবি।
মগজ থেকে কবিতার উন্নয়ন বোধহয় পালাতে চাওয়া
কিন্তু কিছু কথা, কিছু মুহুর্তের জন্য অপেক্ষা
সে বোধহয় ভালোবাসায় পাওয়া।
.
কথা, সব আঁকিবুকি!
যারা এই বসন্তে আজও হো হো করে হাসছে
তারা ঢোঁক গিলেও উচ্চারণ করতে পারে না ভালোবাসার নাম
অথচ তাদের সেভিংস একাউন্টে জমা আছে নিশ্চিন্ত বার্ধক্য
কারণ তারা বাঁচতে চায়,
অথচ ভালোবাসা যে মরে, যেমন আকাশে বোকা চাঁদ দাঁড়িয়ে থাকে।
.
ভালোবাসার আগুন ভিতরে দাউদাউ, বাইরে ঝর্নার হাসি
হেরে যাওয়া মানুষগুলো তবু পালাতে শেখেনি
তারা অকাতরে নিজের রক্তেবিন্দুর বুদবুদে তোরী করে
জড়ানো ওম,
ভালো না বাসলে কবি হবে কি করে?
যদি বলতেই হয়, আমাকে পড়ো তবে কিসের কবিতা?
কবিতার রুপ দেখো কবির রক্ত বিন্দুতে,
ভুলে যেও কবিতা লিখতে গেলে কবিকে হারতে হয় বারংবার
মরুভুমিতে এক বিন্দু জলের অপেক্ষায় দিন কাটাতে হয়
তবে তো কবিতা আসে
তবে তো কবিতা আসে
কিন্তু পাঠক ভুলো না কবিতার কষ্টগুলো তোমাকে ছুঁতে চায়।
.
কবিতার কষ্টগুলো তোমাকে ছুঁতে চায়
.. ঋষি
No comments:
Post a Comment