Friday, February 23, 2024

বাঁশির শব্দ


অফিসের ডেস্কটপ টপকে হঠাৎ ঢুকে পড়ো তুমি 
একটা গোটা বিকেল ,
কিছুই  কথা বলা হয় না শুধু দেশপ্রিয় পার্কের শহরের শব্দের অছিলায় 
হঠাৎ দেখা হয়ে যায় ,
সেই তুমি ,সেই আমি ,সেই দূরত্ব ,সেই দুর্বলতা 
একটা বাঁশি বাজে বুকের ভিতর কেউ শুনতে পায় না। 
.
চারিপাশে এই শহরে সালোকসংশ্লেষের ভীষণ অভাব 
অভাব সবুজের 
বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখার মাঝে একটা কংক্রিটের বারান্দা 
বারান্দাময় টবে কতরকম গাছ ,গাছেদের সংসার 
শুধু মাঝে মাঝে বড় শ্বাসকষ্ট হয় 
এই শহরে কবিতার ভিড়ে তুমি চলন্তিকা নিদ্রাহীন বড়। 
.
ইদানিং থেকে থেকে মনে হয় আমার বোধ হয় এক্যুরিয়াম দরকার 
দরকার মাছের জীবন 
কারণ ঘুম আসে না ,চোখ বন্ধ হয় না কিছুতেই ,
একটা মাৎস্যন্যায় প্রথা এই শহরে আকাশে ,বাতাসে চোরা চর্চায় 
শুধু কিছু যেন তাড়া করে সর্বক্ষণ। 
অদ্ভুত একটা স্পর্শ ,অদ্ভুত সেই চাহুনি ,অদ্ভুত তুমি চলন্তিকা 
তোমার চুলের ঝুলফিতে হঠাৎ ভাঙা বিকেলের চাঁদের আলো 
আকাশে তখন একটা সম্পূর্ণ  চাঁদ ,
জানি মাছেদের সংসারে কোনো চাঁদ নেই 
শুধু জলে শুয়ে থাকে চাঁদের ছায়া ,
আর গাছেদের সংসারে শুধু বিশাল আকাশ 
আর চাঁদ সে তো শুধু সবুজ ভেজাতে চায় 
কিন্তু এ শহরে সবুজের বড় অভাব ,সবটাই শুধু মুহূর্তের। 
.
বাঁশির শব্দ 
... ঋষি

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...