এ অন্ধকার স্বেচ্ছাকৃত
এ নির্বাসন সপ্ন অর্জিত
আর্তনাদ ক্রমশ চিৎকার থেকে বদলাচ্ছে পশু কান্নায়
একফালি অসময়ের বৃষ্টি যেন এশহরকে শান্তনা দিচ্ছে,
আসলে কিছু হারাবার আগে অনেককিছু হারিয়ে যায়
সম্পর্কের দলিলে এ শহরে মিসিসিপি মিসৌরী
এক প্রাচীন সভ্যতার ফসিল শুধুই কি প্রত্নতাত্ত্বিক?
.
প্রথমবার নয়,অথচ শেষবার নয়
অথচ বারবার
কাহিনির লতাপাতা এক, শুধু সময়কাল বদলায়
যা তামাশার মতোই বাজতে থাকে,
কাল যা সত্যি, আজ অন্যকিছু, পরশু আরওকিছু
বাইরে তখন কড়া প্রহরা
অথচ প্রাসাদের ভিতর হাম, তুম ওর হামারে।
.
তবূও সেই কড়া প্রহরায়
প্রান ভ্রমরার সোনার কৌটো চুরি হয়ে যায়
কেউ টের পায় না ?
মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে, হঠাৎ শীত করে
আডজাস্টমেন্ট মানে কি নিজেকে ভুলে যেতে হয়? আমার সারেঙ্গীর তার ছিঁড়ে গেছে
বাঁয়া গেছে উলটে
ইদানীং কোন সুর থাকে না এ জীবনে
এ শহরের ম্যাএফিলে শুধু শোনা যায় ভালোবাসার রিমিক্স,
সৃষ্টির ঈশ্বর ঘুমিয়ে পড়ে অসময়ে
অসময়ে বৃষ্টি নামে শহরে
জানি ঘুম ভাঙে ভালোবাসার অচেনা কোন বিছানায়
শুধু প্রত্নতাত্ত্বিক কোন সাক্ষী থাকে না ।
.
তামাশা
.. ঋষি
No comments:
Post a Comment