একটা ঘুমের ভিতর হেঁটে যাচ্ছে শহর
সকলেই এখানে পাখি হতে চাইছে ,
ইদানিং একে একে খসে পড়ছে সমস্ত মেঘের পালক
একটা অদ্ভুত ঘোরের মধ্যে বেঁচে আছে সকলে
তুমি বলছো ভয় আর আমি ভাবছি
বেঁচে থাকার এক নির্ভরশীলতার গল্প।
.
ইদানিং চারিদিকে এতো অধিক রং
মনখারাপ লাগে আয়নার মুক্তির পথে আকাশ ঢাকা শহরে,
সময়ের শরীর ভেঙে আসে
হঠাৎ ফুরিয়ে যায় নিয়ম করে আমার বরাদ্দ বাঁচাটুকু
টস করে জীবন খুঁজতে গিয়ে
ইদানিং কয়েনটা আকাশে হারিয়ে যায়।
.
হাজারো রঙের মাঝে নিজেকেও রঙিন করতে ইচ্ছে করে যখন
চলন্তিকার চোখে তখন একটা শান্ত কাজল ,
একটাই অভাব
তোমার ছোঁয়ার ইচ্ছেগুলো অপেক্ষায় থাকে এই শহরে
সবকিছু তো বলা হয়ে ওঠে না তোমাকে কিছুতেই।
ভালোবাসা আছে কিনা বেঁচে সে সমন্ধে আর কোন প্রশ্ন নেই
প্রশ্ন হলো এ শহরে বসন্তের সমাগম
হাজারো রঙের রঙিন মানুষ, হাজারো কবিতায়
জীবন লিখতে গিয়ে তোমাকে খুঁজে চলে
আর আমি খুঁজি গোপন বসন্ত।
.
গোপন বসন্ত
... ঋষি
No comments:
Post a Comment