ক্রমাগত কুড়িয়ে চলেছি এই শহরের অভিশাপ
ভালো থাকা আর না থাকার মাঝে দাঁড়িয়ে শহরের নাগরিকত্ব
চশমার কাঁচের আড়ালে প্রতিটা সম্পর্কের দরজা
সবটাই বেশ একটা দিন কাটানো গোছের ,
হাসছি ,কাঁদছি ,খেলছি ,উঠছি ,পড়ছি ,তবু দাঁড়াচ্ছি কই ?
শহরটা যেন দৌড়চ্ছে এক অতৃপ্তির পিছনে।
.
সাজানো সংসার ,বাড়ি ,গাড়ি ,সন্তান ,সন্ততি
তবু সকলেই কত একা ,
এ শহরে এমন কোন গল্প আমার জানা নেই ,যেখানে কোনো পর্দা নেই
এ শহরে এমন কোন সম্পর্ক আমার জানা নেই, যেখানে মুখোশ নেই
একটা অদ্ভুত ওঠাবসা ,হাসিকান্নার জীবন
তৃপ্তি সে যেন সাজানো বাগানের পিছনে অন্ধকার দিয়ে ঢাকা।
.
হাতের মুঠোফোনে হাজারো যোগাযোগ
স্যোসাল মিডিয়াতে সারাদিন ইমোজিরা অনুভূতিগুলো সব আরামপ্রদ
তবে সাধারণ জীবনের পিছনে পোষা এক অসাধারণ স্বপ্ন দাঁড়িয়ে সকলের
হাতড়াচ্ছে জীবন যাত্রা অনুভূতিদের নিয়মাবলী।
ফুটো পকেটে শুয়ে থাকা ভালোবাসা স্বর্গ খুঁজছে ,
সম্পর্কের অভিশাপ সন্তানহীনতা ,পরগামিতা ,দীর্ঘশ্বাস
শরীরের কোনে বাসা বাঁধা তুমুল অভিযোগ
অথচ রোগের শহরে প্যারাসিটামল যেন অহংকার
আর ফুটো কনডমের সুখে রাজনীতি ভুগছে।
কাছের মানুষ খোঁজে ফেরে মন
একটা আশ্রয়ের সন্ধানে সকলের বার্ধক্য ছুঁয়ে যাচ্ছে একটু আগেই
তবু তৃপ্তির আকাঙ্খায় মানুষ পাখি হয়ে চায় এই শহরে
অথচ সিগারেটের ধোঁয়ায় শহর পুড়েচলে ,
আমরা ফ্যাক্টরি প্রোডাকশন ।
.
শহরের গল্প
... ঋষি
No comments:
Post a Comment