সুর আর তান
....... ঋষি
==================================
দূরে কোথাও মেঘলা দিন
জেরবার জীবন ,ভালো থাকা কোনো অভ্যেসে অমলিন।
আকাশ খুঁজছে স্বপ্ন
মেঘেদের ঘরে আসন্ন নাড়ীনক্ষত্র সম্পর্ক।
স
ম্প
র্ক
আকাশ আর মেঘ ,আকাশ আর মাটি
দূরে কোথাও বাঁশির শব্দ আর জব্দ এই জীবন।
মানিয়ে নিচ্ছি সবাই
সোজাসাপ্টা মানুষ সকলেই নিজের মতো ভালো থাকতে চায়।
আকাশ মেঘে বৃষ্টি ,কিংবা বৃষ্টির মেঘ
স
ম্প
র্ক
আদতে তোমার সাথে লেগে আছে ভালো থাকার গান
সময়ের আদরে তুমি যে ভীষণ কাছে আমার ।
বাঁশির শব্দ ,শব্দ জব্দ
নিরিবিলি তোমাতে বেঁচে থাকা অভ্যেস তোমাতে,
সেই সুর ,সেই গন্ধ মিশিয়ে আমার সুর আর তান ।
নিঃসঙ্গতা
নিজের সাথে কথা বলার অভ্যেস ,পিন ড্রপ সাইলেন্ট।
খালি রাস্তায় আসাযাওয়া অসংখ্য সম্পর্ক
আজকাল কানে বাজে না আমার।
....... ঋষি
==================================
দূরে কোথাও মেঘলা দিন
জেরবার জীবন ,ভালো থাকা কোনো অভ্যেসে অমলিন।
আকাশ খুঁজছে স্বপ্ন
মেঘেদের ঘরে আসন্ন নাড়ীনক্ষত্র সম্পর্ক।
স
ম্প
র্ক
আকাশ আর মেঘ ,আকাশ আর মাটি
দূরে কোথাও বাঁশির শব্দ আর জব্দ এই জীবন।
মানিয়ে নিচ্ছি সবাই
সোজাসাপ্টা মানুষ সকলেই নিজের মতো ভালো থাকতে চায়।
আকাশ মেঘে বৃষ্টি ,কিংবা বৃষ্টির মেঘ
স
ম্প
র্ক
আদতে তোমার সাথে লেগে আছে ভালো থাকার গান
সময়ের আদরে তুমি যে ভীষণ কাছে আমার ।
বাঁশির শব্দ ,শব্দ জব্দ
নিরিবিলি তোমাতে বেঁচে থাকা অভ্যেস তোমাতে,
সেই সুর ,সেই গন্ধ মিশিয়ে আমার সুর আর তান ।
নিঃসঙ্গতা
নিজের সাথে কথা বলার অভ্যেস ,পিন ড্রপ সাইলেন্ট।
খালি রাস্তায় আসাযাওয়া অসংখ্য সম্পর্ক
আজকাল কানে বাজে না আমার।