Sunday, June 2, 2019

হলুদ রং

হলুদ রং
...... ঋষি
=====================================
আমাদের কোনো বৃত্ত নেই
শুধু সম্পর্কের সরলরেখা ধরে তির্যক ভাবে হেঁটে চলা।
আসলে আমরা আকাশ দেখতে ভালোবাসি
ভালোবাসি একলা বৃষ্টিতে ভিজতে।

হলুদ রংটা সাদা পাতায় ঢেলে
সাদা রঙের স্বপ্নগুলো সব বড় মলিন লাগে আজকাল।
আজকাল শহরের পথচলতে বিজ্ঞাপন লাগে জীবন
বিজ্ঞাপনের ভিতরে তোমার হাসিটা
আজকাল ঘড়ির কাটা মনে হয়।
কেমন কাটছে জীবন চলন্তিকা ? হিসেবের নথিতে হিসেবের ঘর
ঘরের ভিতর অজস্র শ্বাপদের বাস।
নিরিবিলি কোনো মুহূর্তের চাবিকাঠি
হিসেবের পুতুল সব।
আসলে আমরা সবাই ছবি আঁকতে ভালোবাসি
ভালোবাসি আঁকিবুঁকি টানে রঙিন রং ঢালতে ,
শুধু বাঁচাটা আর হয়ে ওঠে না
হাঁপিয়ে যায় জীবন পথ চলতে।

আসলে  আমাদের কোনো বৃত্ত ছিল না কোনদিন
শুধু বৃত্তের বাইরে কিছুটা নিশ্বাস খোঁজা।
আসলে আমরা আকাশে ভাসতে ভালোবাসি
ভালোবাসি পাখির বাসা বুনতে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...