Saturday, June 1, 2019

ম্যাজিক মৃত্যু

ম্যাজিক মৃত্যু
............ ঋষি
=========================================
এক গল্পের সারণিতে দাঁড়িয়ে আমরা
বিশ্বাস করুন সকলের স্বপ্নের শরীর ,ভবিতব্য শুধু আকাঙ্খায়।
স্বপ্নের শরীর সব মৃত মানুষের হাড়
পচন ধরে আছে শতাব্দী পুরোনো না ফুরোনো কষ্টের।
মাঝে মাঝে মনে হয়
মানুষের নামের পদবীগুলো আসলে কষ্ট।

তারপর
আবার কী ,,,,,,,,,সেই এক ঘুম।
আবার ঘুমের ঘরে পাশ ফিরে শুয়ে থাকা আমারদের পথ চলা
নাক ডাকা নাক ডাকা
ঘুম আর মানুষের শরীরের  অনন্ত মেলবন্ধন
মানুষের বেঁচে থাকা।

একটু পিছনে ফিরে আসি
প্রেম আর  ঘুম দুটোতেই একটা ম্যাজিক মৃত্যু লেখা আছে।
বহু উপত্যকা পেড়োনো কোনো মেঘ যদি হঠাৎ বৃষ্টি নামায়
তখন  ভালোবাসতে ইচ্ছে হয়।
তখন কলকল শব্দে নদী  বইতে থাকে
নদীর পাশে গভীর ঘুম মানুষের স্বপ্নে আকাঙ্খা আসে
জেগে থাকে ঘুমের মতো ।
ক্যানভাসে রং গড়িয়ে নামে
কেন যেন কষ্টগুলো ঘুমের  ঘোরে আকাঙ্খায় বাঁচে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...