Tuesday, June 18, 2019

মীমাংসা

মীমাংসা
..... ঋষি
=========================================
সামাজিক বাতাসে তোমার উপস্থিতি
তোমার গেরুয়া জামার পাশে গম্ভীর একটা মুহূর্ত।
এ জীবন তো আসলে পরীক্ষামূলক
আমার শহরে শ্যাডোতে ভেসে উঠছে ট্রামের শব্দ।
এলোমেলো সাজানো শব্দ
বড্ডো আবদারে তোমার ব্যস্ততায় সাজানো পুতুলখেলা।

মীমাংসা সে যেন কেমন একটা গোলমেলে
মেঘলা দিন মানে তুমি আর রৌদ্র দিন মানেও তাই
কি বদলায় ?
ক্যামেরায় স্বকীয় ভঙ্গিমায় সেলফির পারে রাখা জীবনের ঘর
ঘরের ভিতর ঘর ,
তারপর বাদশা ,সাহেব ,গোলাম।
আমি শব্দ দিয়ে চিরকাল চারকোলে তোমাকে আঁকি
তোমার নগ্নতার কাছে এইটুকু স্বীকৃতি।
এখন আর রাগ হয় না
বারংবার  ক্রমাগত অন্য কোনো মহিলার গলার স্বর
তোমার ব্যস্ততায় একলা আমি।

সামাজিক স্যোশাল মিডিয়ায় সকলেই মুখোশে
মুখোশ তোমার শহরে বিক্রি হওয়া  সেই ফেরিওয়ালার হাতে।
এই জীবন যে অন্য শহরে ঝরতে থাকা ঘাম
আর ব্যাকগ্রাউন্ডে কোনো অভিমানী বিকেলে একলা হাঁটা।
এই শহর বদলায় প্রতি রাতে
গৃহস্থের ঘরে তখন রাতপাখির একাকিত্বে সময়ের নিশ্বাস। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...