Saturday, June 15, 2019

ম্যানিকুইন

ম্যানিকুইন
............ ঋষি
====================================
সত্যি বলতে কি চলন্তিকা
আমরা কেউ ভালো নেই, দেওয়ালে আটকানো ক্যালেন্ডার
ঠিক যেমন হাওয়ায় উড়ছে ,ঠিক তেমনি।
ঠিক যেন আকাশে শকুন আর মাটিতে ছোট্ট জীবন
তার মধ্যে আমরা  ভালো থাকার কারণ খুঁজছি।

 আগে পরে কিছু নেই
বারংবার বিব্রত হয়ে ঈশ্বরের চোখের দিকে তাকাচ্ছি আমরা।
আর মৃত ঈশ্বর একইরকম হেসে চলেছেন ,
সেই হাসিতে কোনো স্বাদ নেই ,কেমন একটা বিস্বাদ।
এরই মাঝে আমরা এগিয়ে চলেছি
মৃত মিছিলে।
আমাদের হাতে মোমবাতিতে লেখা শিশু ধর্ষণ ,কর্মহীনতা
মানুষের হাজারো পাপ।
শুধু আকাশের দিকে তাকিয়ে আমরা পিঠ চাপড়াচ্ছি নিজেদের
কিন্তু  হিসেবের খাতায় ক্রমশ আমরা ফুরিয়ে চলা একটা সভ্যতা।
আমরা হাসছি
ঠিক যেন গ্লোবালাইজেশনের কোনো মলে
সাজানো ম্যানিকুইন।

সত্যি বলছি চলন্তিকা
আজকাল লিখতে বসলে ,লেখার পাতায় রক্ত বৃষ্টি হয়,
মানুষের সভ্যতার।
আমরা কি তবে নিজেদের ভিতর ক্রমশ কুন্ডলী পাকাচ্ছি
হয়ে উঠছি  সব বিষাক্ত অজগর। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...