Friday, June 28, 2019

গোলাপ

গোলাপ
,,,,,, ঋষি
===========================================
ভালোবাসি বললেই
ক্লাস এইটে পাওয়া সেই লাল গোলাপটার কথা মনে পরে
মনে পরে প্রথম পাওয়া সেই প্রেমের আমন্ত্রণকে।

তারপর আজ এতগুলো বছর
অনেক  গোলাপ তো পেলাম ,আরো কত প্রেমের হাতছানি ,
অথচ সেই প্রথম পাওয়াটা আজও বড় জ্বলজ্বল করে স্মৃতিতে।
কে দিয়েছিল তার মুখটাও মনে নেই
তবুও আমার প্রথম প্রেম আজও লুকোনো আমার মনের ডাইরীতে।

না হে
আসলে মানুষের প্রথম পাওয়াগুলো নিজের নিজের কাছে একটা আবিষ্কার।
আবিষ্কার দৈনন্দিন পথ চলতি হাজারো মুখোশের মাঝে
নিজের গভীর স্বচ্ছতা।
অদ্ভুত এক শিহরণ
আজ এতদিন পরে আমার বারান্দার টবে
সেই লাল গোলাপ। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...