মানুষ বলেই বোধহয় কষ্ট হয়
মানুষ বলেই বোধহয় আজও তুমি ভাবলেই মন কাঁদে
অথচ তুমি তো আছো ,তুমি তো থাকো
তোমার বুকেই মাথা ঘষে আমি শিশু হয়ে উঠি
তোমার আগুনে জ্বলতে জ্বলতে আমি দস্যু হয়ে উঠি
তোমার হাতে হাত রেখেই তো আমি মানুষ
কিংবা হয়তো অমানুষ।
এখন তো বসন্ত
এলোমেলো হাওয়া, পাতাঝরা পথ, সাজানো শিমুলের আশীর্বাদ
কেমন যেন মন কেমনে বেলা।
তবে কি ভেবেছো কখনো ,মানুষ বলেই তো আমাদের মন আছে
তাই তো যখন তখন তোমায় ছুঁয়ে দেয় উদাসী হাওয়া একলা জানলায় ,
যে চোখ খোঁজে তোমাকে এই শহরের প্রতিটা অলিতে গলিতে পাগলের মতো
তার কাছে পৃথিবীতে সবকিছু অকারণ শুধু তুমি ছাড়া।
.
আমি জানি তুমি আছো ,এইটুকু পরিচয় এই শহরের
তাই তো সকাল হয় এখানে ,বিস্তর শোরগোল মহানগরের পথে
তাই মনের ম্যানড্রেকের জাদু বাক্স খুলে বারংবার বেরিয়ে আসে অনুভূতি
সারা আকাশ জুড়ে শহরের হাজারো কষ্টগুলো তখন পাখি
অথচ একমাত্র আমি জানি তুমিই আকাশ এই শহরের
তোমাকেই খুঁজেছে সবাই ।
বোকারা মুগ্ধ হয় তোমার প্রতি, শুভাকাঙ্খীরা ডরায় ,প্রেমিকরা নতমুখে
আর আমি তো এদের কেউ নই তাই এ শহরে আমার অজ্ঞাত পরিচয়পত্র
শুধু আমার গভীরে তুমি
শুধু নিয়মকরে লিখতে চাই তোমায় আমৃত্যু
শহরের ডাইরিতে যাতে ভালোবাসা কম না পরে।
.
শহরের ডাইরি
... ঋষি
No comments:
Post a Comment