উল্টে গেছে স্মৃতিঘর ,শবদাহ ,প্রজ্বলিত মন্ত্র
উল্টোনো পান পাত্রে লেগে আছে অন্ধকার স্তব্ধতা
সমস্ত চুমু ,সমস্ত স্পর্শ ,সমস্ত আবেগের পর অন্ধকার টেনে নিয়ে যায়
সেখানে ,যেখান থেকে ফেরার ইচ্ছে থাকে না মানুষের।
শুধু থেকে যায় মৃত যোগাযোগের ওপারে এক করুন উপলব্ধি
সময়ের ঘরে জীবন শব্দটা একটা খেলা
শুধু জুড়তে চাওয়া আর ভেঙে ফেলা এক অছিলা,
অথচ দিনশেষে মানুষ বলতে চায় চিয়ার্স
এক বাঁচতে চাওয়া ভবিষ্যৎকে ।
.
তবুও যতটুকু অবশিষ্ট
মৃত সন্তানের শবের মতো আগলাতে চায় মানুষ
তবুও শেষ কৃত্য করতেই হয় ,
জোড়া সময়ের অপেক্ষায় উত্তপ্ত দিনের পরে মেঘ জমে আকাশে
সে যেন বারুদ চিনিয়ে দেয় মানুষের স্পৃহাতে।
পাশাপাশি বসানো পাথরের টুকরোদের মানুষ ঈশ্বর ভেবে বসে
আড়ালে বাড়তে থাকা ঘৃণা অধিকতম বৃষ্টি দিনে
কখন যেন সত্যি হতে থাকে আকাশের মেঘ,
কখন যেন মিথ্যে হতে থাকে মানুষগুলোর প্রতিশ্রুতি
তারপর একলা কোনো রাতে মানুষ নিজের মৃতদেহের সৎকার করে
প্রবল উল্লাসে
জীবনকে বলে চিয়ার্স
সামনে পুড়তে থাকা মৃতদেহটাকে একটা ভুল আখ্যা দেয় ।
.
চিয়ার্স
... ঋষি
No comments:
Post a Comment