Monday, March 25, 2024

অসময়ের বৃষ্টি

এই যে জানলার ওপাশে টুপটাপ বৃষ্টি 
এই যে  চুপ করে যাওয়া আবহাওয়া সময়ের মতো 
এই যে বাঁচার বাহানায় কাটিয়ে দেওয়া রান্নাঘর
পাঁচিল অথবা ফোনের এপাশ-ওপাশ দুপাশেই বৃষ্টি, 
বুকের ভিতর টুপটাপ শব্দ
এগুলো তো আমরা বেঁচে আছি বলে বলো
নিজস্ব  নীরবতার সাথে কথপোকথন 
এগুলো তো শুধু জুড়ে আছি বলে বলো । 
.
কেন দূরে আছি? 
দূরে আছি ক্লান্ত হবার ভয়ে,মনে রাখার ভয়ে
অথবা উত্তর দেওয়ার মতো কথা ঠোঁটে আটকানো তাই
কিংবা কাছে থাকার কারন খুঁজতে হবার ভয়ে।
আসলে পরিস্থিতির ওপর সমস্ত দায় চাপিয়ে 
দিনের পর দিন নিজেকেই পিছিয়ে দেয় মানুষ 
কারন ইদানীং মানুষ পায়ে চাকা লাগিয়ে ছুটতে চায়
কিন্তু এই দৌড়ে কেউ খেয়াল রাখে না
নিজের মানুষগুলো কখন যেন কোন ফাঁকে হারিয়ে যায়। 
.
এই যে জানলার ওপারে টুপটাপ বৃষ্টি
এই যে বাইরে গাছেদের কথাগুলো আমি শুনতে পাচ্ছি
এই যে আমার পাশে অগুনতি মানুষ কিংবা কেউ নেই, 
বেশ বুঝতে পারছি নিঃসঙ্গতায় যতটা কষ্ট 
তার থেকে বেশি কষ্ট  একান্ত বোঝাপড়াতে 
তবুও  ভালো লাগা,তবুও ভালো থাকা ছড়িয়ে থাকে
অসময়ের বৃষ্টিতে ভিজতে থাকে গোপন প্রতিশ্রুতি
তুমি ভালো থাকবে কিংবা দূরে। 
.
অসময়ের বৃষ্টি 
... ঋষি 
 



No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...