Tuesday, March 26, 2024

প্রেমিক

প্রেমিকদের বিক্ষোপ বসলে 
এ শহর নিশ্চয় নাম বদলে দেবে নিজের প্রেমিকার নামে 
হওয়ার ভিতর নিশ্বাস শূন্য হাইওয়ে জুড়ে তখন মারাত্নক জ্যাম শহরে।
পুলিশ আসবে ,
আসবেই তখন কোনো প্রেমিকের খোঁজে
ভালোবাসার নামে একটা কেস জমা হবে নিকটবর্তী থানায় 
অথচ প্রেমিক শব্দটা সর্বদা সময়ের বিপক্ষে থেকে যাবে। 
.
কে জানবে ,কে মানবে ?
কতজন ,জনগণ ,সাক্ষী ,প্রমান ,কেনা বেচা ,লোপাট 
প্রেমিক নিশ্চয় কাঠগড়ায় তখন ?
প্রশ্ন আসবে ,প্রশ্ন ছিল ,প্রশ্ন চিরকালীন 
বলো হে প্রেমিক ! ভালোবাসার হত্যার দায়ে কি শাস্তি তোমার বরাদ্দ ,
মানুষের দৈত্য তখন স্বপ্ন দেখবে ,বাড়ন্ত ভাত ,ডাল ,সংসার। 
তুমি তখন বলবেই কই তোমাকে তো আমি চিনি না 
প্রেমিক হাসবে ,খুব হাসবে 
জনগণ চিৎকার করবে বলবে, পাগল 
কিন্তু তোমার মানুষটা তখন বিড়বিড় করে বলবে 
প্রেমিক কখনো রোদ্র বিক্রি করে না 
বরং মৃত্যু চিবিয়ে নিজেকে হত্যা করে ভালোবাসায়। 
.
প্রেমিক 
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...