Wednesday, March 13, 2024

ছায়া মানুষ

নির্দ্ধিধায় হেঁটে চলে ছায়া মানুষেরা এই শহরে
অচেনার মতো,সম্বলহীন,প্রত্যাশাহীন
প্রজাপতিদের আর দেখা পাওয়া না মনের বাগানে
স্বপ্নরা আর কথা বলে না মানুষের সাথে,
ইট, কাঠ, পাথরের শহরে মাংসের দর বাড়ে প্রতিদিন
চীৎকার বাগাবত করে,শব্দরা ঘর ছাড়ে
এক অসৎ সহবাসে। 
.
মানুষেরা বাসা খোঁজে ভেঙে দিতে নির্ভেজাল সম্পদ
দায় বাড়তে থাকে প্রতিদিন, প্রতিবেলা,প্রতি নেশা
সিঁদুরে মেঘ জমে অনন্ত দহনে বেঁচে ফেরা রাত্রি
কোথাও ফুল ফোটে,কোথাও আলো নিভে যায়,
অন্ধকার ফুটপাতে না পাওয়াগুলো ছায়া ফেলে
লম্বা লম্বা পা ফেলে হাঁটতে থাকে উদ্দেশ্যহীন 
এক নিরুপায় জীবন, আরও নিরুপায় মানুষ। 
শুধু নাটকের জাগলিংএ জমে ওঠে সংসার 
তুমি বলো এগিয়ে যাও, ভালো থাকো 
অথচ আমি পিছোতে থাকি নিজের থেকে, সময়ের থেকে,
জীবন আর জৈবিক চাহিদার সমীকরন মেলে না কিছুতেই
উদবাস্তুর শহরে আশ্রয় শব্দটা বিলুপ্তপ্রায়
নির্দ্ধিধায় বলা যেতেই পারে
ইদানীং মানুষের শহরে ছায়াদের বসবাস। 
.
ছায়া মানুষ 
.. ঋষি 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...