Tuesday, March 26, 2024

সহবত

সরে থাকার মধ্যে যে যত্নটা থাকে 
তাকে আমি সহবত বলি 
তুমি বলেছিলে কথা দিলে কথা রাখতে হয় 
সে ভেঙে যাক ,সে শরীর খারাপ হোক কিংবা মন 
কিন্তু সহবত শেখায় 
ভালো যদি নাই রাখতে পারি ,খারাপ রাখবো কেন। 
.
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া 
অসংখ্য স্মৃতি জোঁকের মাঝে নিজেকে একলা পাওয়া 
যেন সেই একলা চড়ুই ,
আমার মনে হয় এইসময় দুমদাম পাগল হওয়া ভীষণ জরুরী 
দুমদাম নিজেকে ছাপিয়ে তোমার হাওয়ায় ভাসতে চাওয়া 
আনুগত্য মানুষে মানুষে ,শরীর সে তো ননভেজ ডিসে। 
.
আমরা যাকে ইচ্ছে বলে জানি 
সে তো আসলে সমুদ্র ,কি ভাবে মাপি ,কিভাবে জড়াই 
কাগজে কলমে কথা থেকে যায় 
শব্দরা ফিসফিস করে ,
ওবেলার ফ্রীজে থাকা কাঁচা মাছ ,এবেলায় নাহয় কিছু একটা 
দিন কেটে যায়। 
আমি কলার খোসায় সংসার খনন করি 
শব্দদের জিভ বেরিয়ে আসে ,নালিশ 
অবেশেষে অনেকটা আদর লেখার পর বুঝলাম 
সময়ের গভীরে এখন পুড়তে থাকা কড়ার তেল 
মানুষ আপেক্ষিক অথচ আফসোস চিরস্থায়ী। 
.
সহবত 
..ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...