Friday, March 29, 2024

লুকিং গ্লাস

আরো দ্রুত এগিয়ে যাও তুমি 
যাতে তোমার পিছনের ভয়গুলো তোমাকে না ছুঁতে পারে 
ঠিক এখানেই একটা ফুলস্টপ লাগানো আছে ,
স্বার্থক মুক্তি আর মুক্তির মাঝে যে বৈপরীত্য 
তাকে লুকিং গ্লাস বলে 
আর এই লুকিং গ্লাস মানেই 
object in the mirror are faster than life .
.
একটা মানুষ আর আরেকটা মানুষের যাত্রাপথ আলাদা 
সমগোত্রীয় জীবনের বাইরের ছবিটা এক আয়নায় ধরে না ,
অথচ চরিত্ররা থামে না 
গল্প নয় ,চরিত্র নয় ,দুর্ঘটনা নয় ,উন্নতি নয় 
একটা ৱ্যাপিড ফায়ার রাউন্ড ,
অসংখ্য ম্যাগাজিনের গুলি ছুটে আসছে 
তুমি সামনের সিটে বসে জীবন 
নিয়মের সূত্রে তোমাকে তাড়া করছে ভয়। 
আসলে কিছুক্ষনের জন্য নিজের মুক্তির কথা চরিত্রগুলো ভুলে গেছে 
সব কেমন গোলমালে একটা ভবিষ্যতের অপেক্ষা 
লুকিং গ্লাসের দিকে তাকালে স্পষ্ট বুঝি 
পিছনের সিটে বসে থাকা মানুষটাকে আমরা চিনতে চাই না
যাকে চিনি তাকে বোধহয় ভয় বলে । 
.
লুকিং গ্লাস 
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...