Tuesday, March 26, 2024

নগ্ন নক্ষত্র

একটা উপলব্ধি
ক্রমশ মুহূর্তগুলো মারাত্নক ভাবে শিখিয়ে যাচ্ছে 
সময় এক দীর্ঘ কবিতার নামান্তর যার শেষে জীবন বারংবার বলছে  
লাজবাব কিংবা বোগাস কিছু ,
অথচ জীবন শেষ হয়েও হয় না কোনো বিন্দুতে 
শুধু বৃত্তাকারে আবর্তন করে সেই সময়কে মাঝে রেখে। 
.
শুনেছি ভালোবাসলে জীবনের আয়ু বেড়ে যায় 
সারা শহর ,আবেগ ,বিস্ময় সব জুড়ে তখন জ্যোৎস্না খেলা করে 
অথচ সময়ই  হারিয়ে যায় বারংবার  ,পাখিদের অভ্যেস 
চিনতে পারি কি তখন আমরা একে অপরকে ?
.
ভেবেছিল তোমার কাছে যাবো 
গর্ভবতী কুয়াশা ছিঁড়ে নিজেকে মুক্ত করে দেবো শীতের কোনো সকালে 
কিংবা  শিশিরের মতো ছড়িয়ে থাকবো শহরের সবুজ ঘাসে।
ভাবনারা বারংবার সমুদ্রে তীর ছুঁয়ে আসে যায় 
অথচ তুমি বুঝতে পারো কিনা জানি না 
ক্রমশ তলিয়ে যাচ্ছি আমরা 
সত্যি হলো 
বারংবার  অগ্নুৎপাতের পর নক্ষত্রকে নগ্ন হতে হয়। 
.
নগ্ন নক্ষত্র 
... ঋষি

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...