Sunday, March 31, 2024

ম্যাজিসিয়ান

এরপরও কৈফিয়ৎ দরকার,এরপরও নিস্তব্ধতা, 
তুমি বলেছিলে এশহর ম্যজিকের শহর 
এখানে আলো ফুরোয় না কখনই 
এক ম্যাজিসিয়ান নাকি শহরটাকে সর্বদা আলোয় রাখে।
কিন্তু প্রশ্ন করি নি কখনই তোমাকে 
এ শহরে তবে মানুষ হাসে না কেন? 
সর্বক্ষন এত হতাশা কেন মানুষের মুখে। 
.
প্রশ্ন করি নি, ম্যাজিসিয়ান যখন 
তখন তার ম্যাজিকে মানুষের জীবনে থাকে না কেন কোন আঁকার খাতা
থাকে না কেন রামধনু রঙের ইচ্ছের ঝুলি,
কেনই বা চোখ বুজলে ম্যাজিকে ম্যাজিকে অন্ধকার হয় 
প্রতি রাতে ঘুম নেই কেন মানুষের? 
কেনই বা তুমি রোজ রাত জাগো আমার কবিতার পাতায়। 
.
কৈফিয়ৎ চাই নি কোনদিন তোমার কাছে
বিশ্বাস রেখেছি তোমার চেনা ম্যজিসিয়নের উপর
বিশ্বাস করেছি তোমার ম্যাজিককে
অথচ মানুষ  আজ সারা গায়ে পলিথিন জড়িয়ে বসে আছে
সভ্যতা, নিয়ম, আধুনিকতা
আসবাব, জঞ্জাল আর কথাদের মাঝে বন্দী সকলে।
আর আমি অন্ধকারে দাঁড়িয়ে খুব দূরে
তোমার আলোর শহর দেখছি
খুঁজছি সেই ম্যাজিয়ানকে, তার ম্যাজিককে 
যদি মানুষের গোপন আলো, অন্ধকার ঘরগুলো বদল করা যায়। 
.
ম্যাজিসিয়ান 
.. ঋষি 
 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...