অনেকগুলো দিন হলো বলো
ভালো আছি ,ভালো থেকো একটা অনুভূতির পাঁচিল
তবে এখন দিন ফুরিয়ে রাত ,রাত ঢের হলো বলো
আমার না হয় আটশো তোমার না হয় হাজার স্কয়ারফিট
ছক কাটা পুনারবর্তন
ফিরে যাওয়া দিনের শেষে ,সেই কারাবাস।
.
বেহায়া রাগ , রাগিণী বাজে,বেহায়া সব উৎসব
নামেই সেই মহিষাসুর ভালোবাসা
দেবী উদয় হন ,হয় মহিষাসুর বধ
সময়ের উলুধ্বনি ,সময়ের নাম ,আবেগের ডাকনাম
সব কেমন কারণছাড়া ,বড্ড ন্যাকামি
আমি ,তুমি আর আমাদের গল্পে শুধু ব্যথাদের বাস।
উপার্জিত অনুভূতিগুলো বড়ো মিথ্যা
ক্ষমা লিখে চলি চলন্তিকা তোমার সমাপ্তিতে
জ্বলন্ত চিতায় ঢালি স্নেহভষ্ম ,অদম্য খিদে ,
তবুও তো কিছু বাকি থেকে যায়
ভাবনার গভীরতা জুড়ে কে বা কারা পুড়ে চলে ?
আমি ,তুমি কিংবা আমাদের গল্পটা অন্যরা পড়ে
কেউ বলে নিদারুন ,কেউ বলে সময়চিত নয়।
.
এটা গল্প কার
... ঋষি
No comments:
Post a Comment