Saturday, March 30, 2024

অচেনা মানুষ

রৌদ্রজ্বল দিনের শেষে একটা অপেক্ষার বিকেল
তারপর একটা সন্ধ্যের সাথে ঘুরতে ঘুরতে
তোমার বাড়ির সামনে,
সব একইরকম আছে, শুধু তোমার ভেজানো দরজা,
তোমার দরজায় দাঁড়িয়ে মনে হয় আমি প্রথম এখানে 
অথচ স্মৃতি ঘেঁষা রাস্তাটা বলে চেনা গন্তব্য
সময়ের সুর 
অচেনা মানুষ,মানুষের বাড়ি।
.
মানুষের অভ্যেস,
মানুষ চেনা জায়গাতেই খুঁজে পায় ভীষন চেনা অথচ অচেনা মানুষ
মানুষ নিজের অনুভুতিতেই খোঁজে মন খারাপ আবার মনখারাপের ওষুধ,
সত্যিটা হলো মানুষ কিছুতেই মানতে চায় না
প্রতিটা মানুষকে অচেনা করে তার খুব কাছের মানুষ। 
.
মানুষগুলো নিয়ম করে প্রতিদিন যুদ্ধে যায়
দিনান্তে প্রত্যেকে ফিরতে চায় ভীষণ চেনা সেই বুকে 
কারন বাঁচার রসদ 
কিংবা আবারও হয়তো নিজেকে চিনবে বলে।
মুশকিলআসান বলে অন্যকে ভালো রাখার পৃথিবীতে  
নিজেকে ভুলে যাওয়াটাই নিয়ম 
কিংবা নিজেকে সবজান্তা ছোরা মারাটাই নিয়ম
কারন ঈশ্বরের দস্তুর ভালোবাসার মানুষের কাছে
নিজ শব্দটাই অবহেলিত বড়। 
.
অচেনা মানুষ
.. ঋষি




No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...