Monday, March 25, 2024

রঙের পৃথিবী

এ এক অচেনা রঙিন বসন্ত
এ এক নতুন অভিধানিক ফিরে আসা আবিরের রঙ
কোনোদিনই বসন্তের কোন দায়বদ্ধতা ছিল না ভালোবাসার প্রতি
শুধু এক উৎসব, উদযাপন লেগেই ছিল 
জীবনের উঁচু নিচু উপত্যকায় আত্মীয় ঘাম 
রিংটোন বেজে গেলো, ওপার থেকে শোনা গেলো না প্রিয়কন্ঠ
শুধু একটা অভিমান থেকেই গেলো। . 
.
চারিদিকে আবির, পলাশ আর আনন্দ
অথচ এখানে মোছা মোছা অন্ধকারে অভিশাপ
হাসছি আমি, হাসছে শহর, হাসছো তুমি
তফাৎ শুধু রঙিন রঙের।
কেউ কাউকে চিনছি না,আসলে চিনবো না
শুধু একটা জীবন কাটবে জীবনের রঙের আড়ালে
যেখানে যাপনের অর্থ জীবন,সেখানে জীবনের অর্থ বেঁচে থাকা 
আর বাঁচার অর্থ একলা,
সেখানে তোমার চিলেকোঠার ছাদে আমাদের ভালোবাসার চাঁদ আজ আর ঈশ্বর খুঁজবে না
হয়তো সময়ের ঈশারায় আজও তুমি হাসবে কিংবা কাঁদবে ।
.
এমনটাই তো হবার ছিলো
নাভিশূন্য আকাশ যে তলিয়ে যেতে যেতে অন্ধকারেই মেশে
সেখানে আর প্রেম থাকে না, আদর থাকে না 
পাশ ফিরে শুয়ে থাকে রাংতা জীবন। 
একটা যাপন যেখানে মৃত্যুর থেকেও কালো
সেখানে প্রতিটা উৎসব বুঝিয়ে দেয় আত্মনির্ভরশীলতার মানে,
কাকে তুমি আঁকড়ে ধরবে এবার? 
আমার না হয় চলন্তিকা আছে, চলন্তিকা থাকবে
শুধু আমার মতো আর তোমায় কেউ বলবে না 
রঙের পৃথিবীতে তুমি ভালো থেকো
আবির রঙের আদরের শুভেচ্ছা তোমাকে। 
.
রঙের পৃথিবী
,,,,ঋষি 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...