Friday, March 22, 2024

সাংস্কৃতিক মঞ্চ

আগুনের মাঝখানে দাঁড়িয়ে ঈশ্বরের খোঁজ 
এ তো মানুষের স্বভাব 
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষের জঘন্য শোক 
সে তো অনাদায়ে মানুষ 
কখনো সূর্যের চোখে চোখ রেখে দেখেছো 
শুধু কি পোড়া দাগ চোখে পরে না ?
.
রাত্রির সাথে বাঁশীর করুন মিল 
সারাদিনে ১৭ মিনিটের ভাগ্য নিয়ে ইদানিং দিন শেষ হয় ,
আজ যাকে কবিতার মতো মঞ্চস্থ করছো সংস্কৃতি 
ইদানিং সেই সাংস্কৃতিক  মঞ্চে শুধুমাত্র নাটকের ভিড়। 
ধীর শব্দের শরীরের দেওয়ানেওয়া একটা প্রশান্ত সাগর 
ঢেউ ওঠে কবিতার  ,নোনতা শরীর ভিজে যায় 
জানি তোমাকে মনে পরে। 
হা কবিতার ঈশ্বর তুমি কি জানো না  কবি কবিতায়  মনের কথা বলে 
আর কবিতা শোনায় সময়ের মৃত্যুর পদধ্বনি 
আর তার বাইরে একটা অদ্ভুত প্রহসন মঞ্চস্থ হয় সাংস্কৃতিক মঞ্চে 
কবিতা কাকা ধরে ,মামা ধরে। 
.
সাংস্কৃতিক মঞ্চ 
..... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...