ঠিক কতটা হাঁপিয়ে উঠলে বিদায় নিতে হয়
ঠিক কতটা যন্ত্রনা বাড়লে হাঁপিয়ে উঠতে হয়
কোনো সমীকরণ নেই
নেই কোনো হৃদয় মাপার যন্ত্র ,
শুধু চশমার জমানো কাঁচে আজকাল বয়স ধরা পরে
যেখান থেকে নিজেকে দিকশূন্য মনে হয়।
নিশ্চয় দিগন্তরেখায় চাঁদ ওঠে ,ঢেউ ভাঙে জীবন
আমি পুরোনো ইটের গায়ে খোদাই করতে থাকি জীবনের নামতা
জীবন এক কে জীবন ,জীবন দ্বিগুনে জীবন
এইভাবে ক্রমশ চল্লিশ পেরোয়,
কখন যেন এইভাবেই পেরিয়ে ফেলি তোমায়।
.
উল্টো নামতা মানুষের জানা থাকে না তাই
রিংটোনে বাজতে থাকে মরফিন ,অসংখ্য সিগারেট আর স্যারিডন
সময়ে অসময়ে জীবন গাইতে থাকে বেসুরা ভৈরবী
সব কেমন প্র্যাকটিকাল জিওগ্রাফি লাগে
উঁচুনিচু পথ হারাতে হারাতে
নিজেকে দেখি ভার বাড়তে থাকে জীবনের
সমতলে পৌঁছনো হয় না আর ,
ভালোবাসা গোছাতে গোছাতে ভোর হয়ে ওঠে
আবার একটা অন্য দিন
ছুটছে সবাই ,আমিও ,শুধু আশ্রয় শব্দটা হারিয়ে যায়।
.
নামতা
.... ঋষি
No comments:
Post a Comment