Tuesday, March 26, 2024

নামতা

ঠিক কতটা হাঁপিয়ে উঠলে বিদায় নিতে হয় 
ঠিক কতটা যন্ত্রনা বাড়লে হাঁপিয়ে উঠতে হয় 
কোনো সমীকরণ নেই 
নেই কোনো হৃদয় মাপার যন্ত্র ,
শুধু চশমার জমানো কাঁচে আজকাল বয়স ধরা পরে 
যেখান থেকে নিজেকে দিকশূন্য মনে হয়। 
নিশ্চয় দিগন্তরেখায় চাঁদ ওঠে ,ঢেউ ভাঙে জীবন 
আমি পুরোনো ইটের গায়ে খোদাই করতে থাকি জীবনের নামতা 
জীবন এক কে জীবন ,জীবন দ্বিগুনে জীবন 
এইভাবে ক্রমশ চল্লিশ পেরোয়,
কখন যেন এইভাবেই পেরিয়ে ফেলি  তোমায়। 
.
উল্টো নামতা মানুষের জানা থাকে না তাই 
রিংটোনে বাজতে থাকে মরফিন ,অসংখ্য সিগারেট আর স্যারিডন 
সময়ে অসময়ে জীবন গাইতে থাকে বেসুরা ভৈরবী
সব কেমন প্র্যাকটিকাল জিওগ্রাফি লাগে 
উঁচুনিচু পথ হারাতে হারাতে 
নিজেকে দেখি ভার বাড়তে থাকে জীবনের 
সমতলে পৌঁছনো হয় না আর ,
ভালোবাসা গোছাতে গোছাতে ভোর হয়ে ওঠে 
আবার একটা অন্য দিন 
ছুটছে সবাই ,আমিও ,শুধু আশ্রয় শব্দটা হারিয়ে যায়। 
.
নামতা 
.... ঋষি

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...