লিখতে পারাটা একটা অসুখ
ভীষণ কষ্ট ,ভীষণ আনন্দ ,প্রেম প্রবাহ ,অসংখ্য শোক,শহর ,মানুষ
সব কেমন সাদা পাতায় সংসার বুনতে থাকে
শব্দদের ঘুণপোকার সারাদিন মাথার ভিতর কবিতা লিখতে থাকে
কখন যেন সাদা পাতা ভরে ওঠে ঠিক
কিন্তু মন ভরে না ,তৃপ্তি আসে না।
.
তোলপাড় সময়ের ভিড়ে একটা একটা কবিতা জন্ম দিয়ে
আগুন খেয়ে ,আগুন বুকে বাড়ি ফিরে রোজ ,
রক্তকে গোলাপে দিয়ে সাজাই
হতাশাকে খিদের মতো লিখে রাখি
পাখির মতো আকাশে উড়ি ,ভালোবাসার নীল স্পর্শ করি
দুম করে পাখির ডানা আবার হারিয়ে মাটিতে আছাড় খাই
অদ্ভুত তবু মরি না। .
.
এ এক বিস্ময় জন্ম
মানুষ লিখবো বলে সময়ের সবুজ মাঠে বুনি ভালোবাসার বীজ
ভালোবাসা লিখবো বলে সাদা পাতায় লিখি অসংখ্য শোক
প্রেমিকার শরীর লিখবো ভাবলে ঈশ্বর ভর করে
মন্দিরে ঘন্টা বাজে ,
বুঝতে পারি লিখতে পারাটা একটা ভীষণ অসুখ
যার জন্য সময়ে অসময়ে নারী শরীরে প্রবল কামে ভারতবর্ষ লিখে ফেলি
আর দেশের কবিতায় লিখে ফেলি তোমার গর্ভপাতের যন্ত্রনা।
.
কবিতার শোক
No comments:
Post a Comment