Tuesday, March 26, 2024

অন্ধকার ঈশ্বর

বেশ কয়েক প্যাকেট সুগারেটে পুড়ে হয় প্রাচীন শোক 
সোনালী ঈগলের চোখে তখন এই শহর 
তোমায় খুঁজছে কোনো প্রেমিক ,তোমায় খুঁজছে কেউ 
আমার কবিতার ঈশ্বর তখন চিৎকার করছে ,
আমি বাস স্ট্যান্ডে অপেক্ষায় 
তোমার স্বপ্নের চুলগুলো নেশায় তখন ঢলে পড়ছে 
অন্য কোন প্রেমিকের বুকে কিংবা অন্য কাঁধে। 
.
একতরফা বিছানায় আগুন লাগাবার পরে 
ঘুম চোখে ঈশ্বর ঢেলে দেন আবোলতাবোল কিছু অন্ধকার ,
ব্যাবিলনীয় সভ্যতায় তখন ঈশ্বর প্রদীপ জ্বালেন 
বিন্যস্ত প্রাচীর ,ঘোমটা টানে কাজলমাখা দুটো চোখ 
বুক পুড়ে যায় বারংবার ,
সে চোখে যখন পা টিপে টিপে ঢুকে পরে অন্য পুরুষ 
আমি ঈশ্বর খুঁজি নি 
তবে প্রেমিক চিনি 
প্রেমিকের বুকে একশো আটের এক গল্প রাখা আছে 
যা পুড়ে গেলে 
পৃথিবী রক্তবমি করে প্রেমিকার বুকে জমা গচ্ছিত অন্ধকারে।
.
অন্ধকার ঈশ্বর 
... ঋষি

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...