Friday, March 8, 2024

নষ্ট মেয়েছেলে

আগুন বুকে জন্ম নিয়েছি বলে 
নারী বললেই আজও মনে হয় অসহায় একটা জাত
যাদের ছোটবেলা থেকে শেখানো হয় 
তোমাদের মানতে হবে, না হলে থামতে, 
না হলে তোমার ফসিলে লেখা হবে চরিত্রের সেলাই করা দাগ 
না হলে ডাকা হবে তোমাকে নষ্ট মেয়েছেলে। 
আর সেখানে নারীদিবস
একটা বিজ্ঞাপন, একটা ভুল ধারনা, একটা গিমিক
নারীকে বোকা বানাবার জন্য স্পেশাল একটা দিন 
এক সামাজিকপন্থা। 
.
ছোটবেলার সেই মালতীদিকে মনে পরে
সেই মালতীদি যে পড়াশুনাতে ভালো ছিল
হয়তো সম্ভাবনাও ছিল, 
কিন্তু স্কুল শেষ করেই যাকে জোর করে বিয়ে দেওয়া হলো 
স্বামী গরভমেন্ট সার্ভিস অথচ আঙুল সইয়ে অভ্যস্ত,
বিয়ে হলে বাচ্চা হয়, মালতী দির হলো তিনটে। 
অথচ আজ মালতীদিকে ঠনঠনিয়া কালীবাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখি
শুনেছি স্বামী আবার বিয়ে করেছেন কারণ মালতীদির তিনটেই মেয়ে। 
.
আমি তো আজও জানি পৃথিবীতে দুটো জাত
যেখানে নারী শুধু সামাজিক একটা যোনি
যেখানে নারী শুধু সংসারে সাজানো একটা আসবাব 
যেখানে নারী শুধু পুরুষের প্রয়োজনীয় অভ্যাস
যেখানে স্বামী,যেখানে সন্তান, যেখানে সমাজ নিয়মিত পতাকা তোলে
আর এর বাইরে যারা তারা নষ্ট মেয়েছেলে।
আমি তো আজও মানি 
পুরুষ স্বামী, প্রেমিক, সন্তান ততক্ষন, যতক্ষন নারীরা
প্রচন্ড সামাজিক  যন্ত্রনাতেও হাসতে পারে
বলতে পারে ভালো আছি। 
.
আমরা নারীকে দেবী মানি অথচ মানতে পারি না
নারী স্বাধীনতা
কারণ এই দুনিয়ায় শুধু নারীকেই প্রশ্ন করা যায়
তোর গর্ভে কার সন্তান ? 
অথবা চুন থেকে পান খসলে তাকে বলা যায়
নষ্ট মেয়েছেলে। 
.
নষ্ট মেয়েছেলে
.. ঋষি

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...