Friday, October 25, 2013

RISHI026@GMAIL.COM



### " অশ্বমেধের  ঘোড়া " ###
লেখক : ঋষি
*******************************************
ছিঁড়ে যাওয়া জামার পকেটে
রাখা একগাদা অনুভূতি।
মাথা নেই মুন্ডু নেই
শুধু পথ চলা.
পথের নাই শেষ
শুধু হিসেব করা।
এলোমেলো সব জীর্ণ পান্ডুলিপি
হলদেটে খামে থাকা তোমার  চিঠি।
নক্ষত্রদের শহরে এলোমেলো চোখের তারা
ভেসে ওঠা তোমার মুখ,
জলজ্যান্ত জীবন্ত ছুঁয়ে যায় চোখ।
চোখের পাতা এলোমেলো বৃষ্টি
অবোধ সৃষ্টি,
বুঝে ও না বোঝা রোগ।
টুপ করে ঝরে পরে
ছিঁড়ে যাওয়া জামার পকেটে রাখা তোমার মুখ
সেই হাসি সেই চোখ
অনুভূতির সেই না ভোলার রোগ।
সব সত্যি কিন্তু অশ্বমেধের  ঘোড়া
থামবে কি ?
বিনা রক্তক্ষরণে থামতে জানে না।
********************************************

No comments:

Post a Comment

দিবারাত্রির কাব্য

আচ্ছা সত্যিকারের  ভালো আছি বলাটা এতটাই কি কঠিন  ? উত্তরের জানলা দিয়ে আচমকা ঢুকে পরে এক আঁচলা গরম হাওয়া উপলব্ধির ভাষা,ভাসতে থাকা ...