Monday, October 21, 2013

RISHI026@GMAIL.COM


### " হার জিত " ###
লেখক : ঋষি
********************************
বারান্দার বাদিকে দেখা যায় সেই মাঠটা
যার এপারে গোল পোস্টে আমি
আর ওপারে তুমি।
ক্ষনিকের স্তম্ভিত জনগনে
চিত্কার দুপক্ষের
হার জিত জরুরি।
না হলে গালে সাবান
না কামানো  দাড়ি।
না হলে শুধু উনুনের দাউ দাউ আগুন
রান্নাঘরে শুন্য হাঁড়ি।
না হলে মেঘলা আকাশে বৃষ্টির প্রতিক্ষা
কাদা ছুঁড়বে কেউ।
না হলে শান্ত ঘরবাড়ি
অনাহারে রাত জাগবে না কেউ।
হার জিত জরুরি
গোল খেতেই হবে হৃদয় গভীরে।
জিতে উঠে কাপ
রক্তাক্ত আহত সৈনিকের ক্ষনিকের আলোড়ন
আসলে জিতবে না কেউ।
বারান্দার বাদিকে দেখা মাঠে
মাঝে মাঝে মানুষের ঢেউ।
************************************

No comments:

Post a Comment

দিবারাত্রির কাব্য

আচ্ছা সত্যিকারের  ভালো আছি বলাটা এতটাই কি কঠিন  ? উত্তরের জানলা দিয়ে আচমকা ঢুকে পরে এক আঁচলা গরম হাওয়া উপলব্ধির ভাষা,ভাসতে থাকা ...