Monday, October 21, 2013

RISHI026@GMAIL.COM


### " পাগলাটে লোকটা " ###
লেখক : ঋষি
*****************************
আমি এমন একজনকে চিনি
যার হৃদয় গভীরে এক নদী আছে।
নদী চলে গেছে এঁকেবেঁকে মস্তিষ্কতে ,
নদীর পারে বাস কত মুখ
যত মুখ ,তত দুঃখ।
যত দুঃখ ,তত স্বপ্ন
যত স্বপ্ন ,তত নেশা
নেশার ঘোরে পাগলাটে লোকটা।

কিন্তু লোকটা হাসতে থাকে
কিন্তু লোকটা কাঁদতে থাকে।
কিন্তু লোকটা বাঁচতে থাকে
পাগল নাকি ?
সাধারণ নাকি ?
জীবন্ত নাকি ?
সব সত্যি ,সব  মিথ্যা।

লোকটার হাসি ,কান্না এক জোকার
হাসতে থাকে আরো গভীরে।
যেখানে মেঘ করে ,বৃষ্টি হয়
লোকটা ভিজতে থাকে আনমনে।
বেখায়ালে হাত বাড়িয়ে দেই
অস্তিত্বের দিকে।
পাগলাটে তাই না
আমি একজন পাগলাটে লোককে চিনি।
********************************

No comments:

Post a Comment

দিবারাত্রির কাব্য

আচ্ছা সত্যিকারের  ভালো আছি বলাটা এতটাই কি কঠিন  ? উত্তরের জানলা দিয়ে আচমকা ঢুকে পরে এক আঁচলা গরম হাওয়া উপলব্ধির ভাষা,ভাসতে থাকা ...