Thursday, October 17, 2013

rishi026@gmail.com


#### " তুই পবিত্র " ####
লেখক : ঋষি
************************************
ফ্যাকাশে অহংকারী রৌদ্রে
গুমরে ওঠে পবিত্রতা
অতি পবিত্র তুই।
সীতার আগুনে পুড়ে গেছে সময়
তবু ও তুই পবিত্র।
আমি জানি
যে জান্তব কদাকার শারীরিক লোভ
তোকে ভোগ করেছে নির্বিচারে।
জন্তুদের লালায় মাখা তোর শরীর
ভরে গেছে কালসিটের দাগে।
আমি জানি
অনিচ্ছাকৃত কেড়ে নেওয়া লজ্জা
তোর নয়।
তোর মাঝে লুকোনো মাতৃরূপ
শুধু শরীর নয়।
আমি জানি
সেকারণে আমি বলি
তুই পবিত্র।
তুই পবিত্র নারী
তোকে প্রনাম করি।
***************************************

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...