Wednesday, October 30, 2013

RISHI026@GMAIL.COM


### " প্রেম উধাও " ###
লেখক : ঋষি
**********************************
অবশেষে মোমের মত ঝরে পড়লে
এমন তো হওয়ার ছিল না।
আজ ,কাল ,পরশু ,রোজকার জীবিকায়
তুমি ছিলে পরম প্রিয়।

কলেজ ক্যান্টিন ,অফিস ক্যান্টিনে আজ
সব আছে ,আছে তোমার শরীর।
প্রেম উধাও   ...........
উধাও এক ফোঁটা অনুভূতির স্পর্শ
একটুকরো পিছনের ডাক ,
সব কেমন বদলে গেল।

প্রেম কি এত সহজে পাওয়া যায়?
দরকার নেই
শরীরটা আছে ,প্রেমের শীতল শরীর
ব্যস্ত জীবনে প্রেম নয়,
সবাই মাংস বহুল শীতল শরীরটাকে চাই।

কিন্তু আমার শরীরে গলন্ত মোমের স্পর্শ।
চাই না প্রেমের নর কঙ্কাল।
প্রেম তোমায় আজ চেনাই যাই না
চাই না অচেনা প্রেমের আদুরে  গাল।
**************************************

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...