Wednesday, October 3, 2018

উৎসবের সাথে

উৎসবের সাথে
.... ঋষি
............................................................................
জাগ্রত সকাল
উপস্থিত শহরকে আসন্ন উৎসবের শুভেচ্ছা।
যথারীতি শহরের রাস্তায় প্যান্ডেলের কাঠামো
শপিংমল ,পার্লারগুলোতে উপছে পরা মানুষের ভিড়।
স্বাবাভিক আনন্দের কটা দিন  ....কিন্তু চলন্তিকা
এই শহর ভালো থাকতে ভুলে গেছে।
.
 অস্বাভাভিক
মানুষের মনতত্ব ,মানুষের উপলব্ধি  আর এই শহর।
বাড়তে থাকা জনস্রোত ,রাস্তায় ট্রাফিক
লাল ,সবুজ আর কত জেব্রার দাগে মোরা এই শহর।
শহরের ম্যানিকুইনের আঙ্গিকে বিজ্ঞপনী চমক
বিজ্ঞপনী নকল মুখ ,নকল হাসি । 
আজও এই শহরে মনের ভিতর মন থাকে
আর সত্যি সে শুধু বইয়ের পাতায়।
আজও নারী শুধু বিছানার শরীর
অজস্র নারী ধর্ষণ,অজস্র অকাল মৃত্যু সাক্ষী।
কোর্টে ঝুলতে থাকা অসংখ্য ডিভোর্সের কেস
শুধুই পরিসংখ্যান নয় অসময়ের সাক্ষী।
চমকে ,দমকে এই শহর আলোকিত
কিন্তু অন্ধকারগুলো আজও যে সাথে বাঁচে। 
.
মৃত্যুমুখী সময়ে
উৎসব আরো জাগ্রত করুক মানুষের মন।
মানুষ এসে দাঁড়াক মানুষের পাশে
মানুষের বুকের সভ্যতায় মেরুদন্ড মাথা উঁচু করুক।
চলন্তিকা। ..এই শহরে শুধু নকল নয়
সত্যি করে হাসুক উৎসবের আলোয়।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...