Friday, October 5, 2018

সহস্র আলোকবর্ষ

সহস্র আলোকবর্ষ
... ঋষি
..........................................................................................
তুমি কি  ভয় পাও চলন্তিকা
আকাশ জুড়ে অজস্র নীল ,লাল আভা ,,,সময়।
তুমি কাকে ভয় পাও চলন্তিকা
তোমার বুকের হৃদপিন্ডে অনেকটা আমি।
 রোদ আগুন আগুন জারদৌসী...
হঠাৎই মধ্যাহ্ন ডুবে যায় অন্ধকারে।
,
ঈশ্বর সাক্ষী
মনের দরজা খোলা ,জানলা খোলা আকাঙ্ক্ষারা।
দূরে দেখি তোমার,আমার মতো কেউ
হাত ধরে হেঁটে যায়।
সময় পেরিয়ে ,সম্পর্ক পেরিয়ে ,সমস্ত গ্যালাক্সীর ওপারে।
সত্যি তুমি কি ভয় পাও ?
আমার চোখের দিকে তাকাতে ,আমার আরও গভীরে আসতে।
.
দিনরাত্রির হিসাব মেলাতে
তারপর...আ্যন্ড সো অন... জ্যামিতির নিয়মে।
আকাশগঙ্গা তীরের সমান্তরাল পথ ধরে
আমাদের মতো কেউ হাঁটতে থাকে
কেটে যায় কয়েক সহস্র আলোকবর্ষ,
সত্যি আমাদের থামতে নেই।
,
আকাশগঙ্গা উথালপাথাল মাঝসমূদ্রে ঘূর্ণিঝড়
বিদ্যুতের তলোয়ারে মহাকাশ ছিন্নভিন্ন  ,বজ্রবিক্ষোভে চরাচর সন্ত্রস্ত
সবশেষে বৃষ্টি নামে।
মহাশূন্যের ভার্জিন ডায়েরীতে প্লেটোনিক আকাশের নিভৃত নৈঋতে
ফুটে ওঠে এক জারজ নক্ষত্র
"ভালোবাসা"

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...