Sunday, October 21, 2018

অকাল বোধন

অকাল বোধন
..... ঋষি
==============================================
পেন্সিল স্কেচের গা বেয়ে গড়িয়ে নামছে
অনিয়মিত শব্দ।
শব্দ গুলোর কাঁটাকুটি খেলা ক্রমাগত ঘোর লাগাচ্ছে
গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ছে সমস্ত ছায়াপথ ধরে।
খোলা জানলাগুলো গিলে খাচ্ছে সময়
অপরিণত সময়ের ভ্রূণগুলো মৃত্যুমুখী তাই।
.
শূন্য দশকের ছবি জুড়ে প্রাচীন কোন প্রস্তর যুগ
ইচ্ছে করে সমস্ত শতাব্দীর মায়া ছাড়িয়ে স্বপ্ন দেখতে মেঘবালিকার।
ইচ্ছে করে রূপকথার স্বপ্ন ছিঁড়ে একটা স্বপ্ন শহর
নীলাভ কিছু শব্দদের বুকে নিয়ে হেঁটে যেতে তোমার পাশে।
চারিদিকে শুধু শূন্য দশমিকের খেলা
ইচ্ছে করে সাদা পাতায় পেন্সিলের নিবে তোর ছবি আঁকতে।
একটা কুয়াশা ভর্তি হাঁটা পথ
পাশাপাশি সময় আর চলন্তিকা যেন কোনো প্রশ্রয়।
চলন্তিকা ছবিগুলো সব এমনি হয়
বুকের বেরঙিন জং ধরা রেলিং ঘেঁষে স্বপ্নের রোদ।
পেন্সিল ঘষে ক্রমাগত লুকোবার চেষ্টা
পুরনো সময়।
.
পেন্সিল স্কেচের গা বেয়ে গড়িয়ে নামছে
অপরিণত সম্পর্ক।
শব্দগুলো কখন যেন ছড়িয়ে পড়ছে সাদা পাতায়
একটা অকাল বোধনের কাব্য।
খোলা দরজা দিয়ে এগিয়ে আসছে
গুঁড়ো গুঁড়ো কিছু স্বপ্ন রেশ ,,তোর মুখ। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...